Site icon Jamuna Television

শাহজালালে বিমানে উঠার সময় ২ রোহিঙ্গা নারী গ্রেফতার

(

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠার সময় ধরা পড়লেন দুই রোহিঙ্গা নারী। শনিবার ভোরের দিকে গ্রেফতার হওয়া একজনের বয়স ৫৮ বছর, অন্য জনের বয়স ৬৩ বছর।

পুলিশ জানিয়েছে, জালিয়াতি করে বাংলাদেশের পাসপোর্ট নেয়ার পর বিদেশ পাড়ি দিতে উড়োজাহাজে ওঠার মুহূর্তে ধরা পড়েছেন তারা।

এসবির ঢাকা নগর জোনের এসআই জাহিদ হাসান জানিয়েছেন, গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা নারী ওমরাহ পালনের উদ্দেশ্যের কথা জানিয়ে সৌদি আরব যেতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। কিন্তু বিমানে উঠার আগে তাদের আচরণে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথা বলে। তখন তাদের গ্রেফতার করা হয়।

এসআই জাহিদ বলেন, গত মাসের মাঝামাঝিতে ঢাকা থেকে দুই নারীর পাসপোর্ট করা হয়, তাতে একজনের বাড়ি চট্টগ্রাম এবং অন্যজনের বাড়ি নারায়ণগঞ্জ দেখানো হয়।

Exit mobile version