Site icon Jamuna Television

জয়পুরহাট স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
আগামী ২৫ মে থেকে পঞ্চগড় থেকে ঢাকা বিরতিহীন ‘পঞ্চগড়’ এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হতে যাচ্ছে। জয়পুরহাট রেল স্টেশনটি জেলা সদরের স্টেশন হলেও এখানে নতৃন চালু হতে যাওয়া ওই ট্রেনটির কোন স্টপেজ দেওয়া হয়নি। জয়পুরহাট রেলস্টেশনে যাত্রা বিরতির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে নাগরিক সমাজ।

সোমবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে শহরের জিরো পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। নতুন ট্রেনের যাত্রাবিরতিসহ নীলসাগর, একতা ও দ্রুতযান ট্রেনের আসন বৃদ্ধিও দাবি করা হয়।

Exit mobile version