Site icon Jamuna Television

বিজেপি-কংগ্রেসের চেয়ে ‘না’ ভোট বেশি অন্ধ্রপ্রদেশে

ভারতের লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হয়েছে। এতে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। আর গতবারের লজ্জাজনক পরাজয়ের পর এবার দ্বিতীয়বারের মতো বড় ভরাডুবিতে কংগ্রেস। তবে এসবের মধ্যে দেশটির অন্ধ্রপ্রদেশের চিত্র পুরোপুরি ভিন্ন। সেখানে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের ঝুলিতে এত কম ভোট পড়েছে যে তা আলোচনায় না এসে পারছে না।

এর আগে প্রায় সবাই জানত সেখানে কোনো দলই জিতবে না। তাই বলে, বড় দল দুটির ঝুলিতে এত কম ভোট পড়বে, যা সত্যিই অবাক করার মতো বিষয়।

ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানায়, বিজেপি ও কংগ্রেস যে ভোট পেয়েছে তার চেয়ে সেখানে ‘না’ ভোট বেশি পড়েছে।

এই চিত্র কেবল লোকসভা নির্বাচনের ক্ষেত্রেই না, বিধানসভা নির্বাচনেও দল দুটির চেয়ে ‘না’ ভোটই বেশি পড়েছিল।

অন্ধ্রপ্রদেশে বিজেপি পেয়েছে মাত্র ০.৯৬ শতাংশ ভোট, কংগ্রেস সামান্য বেশি ১.২৯ শতাংশ। আর এ দুটি দলই না, এমন ১.৫ শতাংশ ভোট পড়েছে। ১৭৫ আসনের বিধান সভা নির্বাচনের সময়ও একই চিত্র ছিল।

সেবার বিজেপি ০.৮৪ শতাংশ, কংগ্রেস ১.১৭ শতাংশ এবং দু দলকেই না বলেছেন ১.২৮ শতাংশ ভোটার। কাজেই এ নির্বাচনে জমানত হারিয়েছেন সব প্রার্থী।

Exit mobile version