Site icon Jamuna Television

নিরাপত্তা বাহিনীর অভিযানে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত

ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন ‘আনসার ঘাজওয়াত উল হিন্দ্’র প্রধান নিহতের ঘটনায় উত্তপ্ত জম্মু-কাশ্মির। ২৫ বছর বয়সী জাকির রশিদ ভাট পুলওয়ামার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন।

তার অবস্থান নিশ্চিতের পর, এলাকাটি ঘেরাও করে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে, তিনতলা বাড়িতে আগুন ধরিয়ে দেয় পুলিশ।

এদিকে, বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার প্রতিবাদে জম্মু-কাশ্মিরে বনধ্ ঘোষণা করা হয়েছে। ২০১৭ সালে নিজ সংগঠন প্রতিষ্ঠার আগে হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য ছিলেন জাকির।

Exit mobile version