Site icon Jamuna Television

ভারতেও নিষিদ্ধ হলো জেএমবি

বাংলাদেশের পর এবার ভারতও নিষিদ্ধ করেছে জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি’কে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই শুক্রবার জানিয়েছে, এই সংগঠনটি সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত এবং উৎসাহিত করেছে, তাছাড়া ভারতের যুবকদের উগ্রপন্থায় দীক্ষিত করা এবং সন্ত্রাসী কার্যক্রমে নিয়োগ করার কাজেও জড়িত ছিল।

আরও বলা হয়েছে, এ কারণে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ অথবা জামাতুল মুজাহিদীন ইন্ডিয়া বা জামাতুল মুজাহিদীন হিন্দুস্তান নামের সব রকম সংগঠনকে বেআইনী কার্যক্রম (প্রতিরোধ) আইন ১৯৬৭-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে ইতিমধ্যে বেশ কিছু নাশকতার সঙ্গে জেএমবির যোগাযোগ গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন। প্রায় ৪৫ জন জেএমবি জঙ্গীকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করাও হয়েছে।

Exit mobile version