Site icon Jamuna Television

আশুলিয়ায় ৩ ট্রাক আম ধ্বংস

আশুলিয়ার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কেমিক্যালযুক্ত তিন ট্রাক আম জব্দ করে রাস্তায় ফেলে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইলের নূর মোহাম্মদ খান মার্কেট ও আজিজ সুপার মার্কেটে অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়েছে। পরে এসব আম রাস্তায় ফেলে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, কৃষি কর্মকর্তাদের তথ্য মতে বাজারে এখন যেসব আম বিক্রি করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণভাবে পরিপক্ক নয়।

তিনি বলেন, বাজারে অভিযান চালিয়ে যেসব আম পাওয়া গেছে, তা এখন নয় বরং জুনের প্রথম সপ্তাহে বাজারে আসার কথা। এ আমগুলো দেখতে পরিপূর্ণ পাকা হলেও এগুলো ভেতরে পুরোপুরিভাবে কাঁচা। কেমিক্যাল দিয়ে এসব আম পাকানো হয়েছে। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক।

Exit mobile version