Site icon Jamuna Television

পাকিস্তানের চাটুকারদের ইতিহাস বিকৃতির সুযোগ দেয়া যাবে না : প্রধানমন্ত্রী

ইতিহাস বিকৃতকারী পাকিস্তানের চাটুকাররা যেন আর ইতিহাস বিকৃত করার সুযোগ না পায়, সেজন্য সবাইকে জাগ্রত থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালি জাতির মুক্তির চেতনা। ৭৫’র পর অবৈধ ক্ষমতা দখলকারীরা এই ভাষণ মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু, ইতিহাস কখনো সত্যকে মুছে ফেলতে দেয় না, যার প্রমাণ ইউনেস্কোর এই স্বীকৃতি।

আজ শনিবার বিকেলে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেয়া উপলক্ষে আয়োজিত এক নাগরিক সমাবেশের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী পাকিস্তানের সমর্থকরা এই ভাষণ প্রচার নিষিদ্ধ করেছিলো। ইউনেস্কোর এই স্বীকৃতির পর তাদের লজ্জা হওয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, তারা বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিলো। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয়, আওয়ামী লীগ সরকারই তার প্রমাণ।

বাঙ্গালির উন্নত শির যেন আর নত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সবার এগিয়ে যেতে হবে বলে তাঁর ভাষণে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন : টিএফ

Exit mobile version