Site icon Jamuna Television

আগাম টিকিট বিক্রির শেষ দিনে স্টেশনে উপচে পড়া ভিড়

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনে স্টেশনগুলোতে রয়েছে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়।

শেষ দিনের টিকিটের জন্য গত রাত থেকেই স্টেশনগুলোতে অপেক্ষায় টিকিটপ্রত্যাশী যাত্রীরা। সকালে সে ভিড় বেড়ে যায় কয়েকগুণ।

বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে ৪ জুনের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের টিকিট।

অনলাইন থেকে ৫০ ভাগ টিকিট বিক্রির কথা থাকলেও আজও অ্যাপসে লগ-ইন করতে পারছেন না টিকিটপ্রত্যাশীরা। গত ক’দিন ধরেই টিকিট প্রদানে ধীরগতির অভিযোগ করে আসছেন ঈদে বাড়ির পথ ধরতে যাওয়া মানুষ। এ ধরনের অব্যবস্থাপনার জন্য রেল কর্তৃপক্ষকে দুষছেন তারা।

Exit mobile version