Site icon Jamuna Television

জার্মানির মসজিদে অজ্ঞাত দুর্বৃত্তের হামলা

জার্মানির হ্যাগেন শহরে একটি মসজিদে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ভাঙচুরের পাশাপাশি দেয়া হয় আগুনও।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে হয় এ হামলা। এতে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে মসজিদ কর্তৃপক্ষ।

সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানা গেছে।

নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া প্রদেশে অবস্থিত মসজিদটি ‘গ্রেট মস্ক অব হ্যাগেন’ নামে পরিচিত। জার্মানির সর্ববৃহৎ তুর্কি-মুসলিম সংগঠন ‘ইসলামিক কমিউনিটি ন্যাশনাল ভিউ’ মসজিদটি পরিচালনার দায়িত্বে রয়েছে।

উগ্র ডানপন্থি রাজনীতির উত্থানে সম্প্রতি জার্মানিতে বেড়েছে ইসলামবিদ্বেষ। গত বছর মুসলিমদের লক্ষ্য করে দেশটিতে ৮শ’র বেশি হামলার ঘটনা ঘটে।

Exit mobile version