Site icon Jamuna Television

নির্বাচনে ভরাডুবির জন্য দলের শীর্ষ নেতাদের দায়ী করলেন রাহুল গান্ধি

নির্বাচনে ব্যাপক ভরাডুবির জন্য এবার দলের শীর্ষ নেতাদের দায়ী করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি বলেছেন, অনেক প্রবীণ ও অভিজ্ঞ নেতার কাছে দলের চেয়ে ব্যক্তিস্বার্থ বড় হয়ে উঠেছিল।

শনিবার (২৫ মে) কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি আরও অভিযোগ করেন, ভোটের আগে ক্ষমতাসীনদের বিরুদ্ধে রাফাল চুক্তি বা ‘চৌকিদার চোর হ্যায়’-এর মতো দুর্নীতির ইস্যুগুলোকে গুরুত্ব দেয়া হয়নি।

রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেলট, মধ্যপ্রদেশে কমল নাথ সন্তানদের দলের টিকিট পেতে সাহায্য করতে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ রাহুলের। তাঁর দাবি, এসব কারণেই অনেক নিশ্চিত আসন এবার হারিয়েছে কংগ্রেস।

বৈঠকে রাহুল দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিলেও তা খারিজ করে দেয় ৫২ সদস্যের কমিটি।

এর আগে দল থেকে পদত্যাগ করেন বেশ কয়েকটি রাজ্যের কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রীরা। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পদত্যাগের ইচ্ছা জানান পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

Exit mobile version