Site icon Jamuna Television

আওয়ামী নেতা হত্যা: বান্দরবানে চলছে আধাবেলা হরতাল

অপহরণের পর আওয়ামী লীগ নেতা চথোই মং মারমাকে হত্যার প্রতিবাদে বান্দরবানে চলছে আধাবেলার হরতাল।

স্থানীয় আওয়ামী লীগের ডাকা এ কর্মসূচি চলবে আজ রোববার বেলা ১২টা পর্যন্ত। চথোই মং মারমাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই হরতাল কর্মসূচি পালিত হবে।

হরতালের কারণে অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছাড়েনি দূরপাল্লার বাসও। খোলেনি দোকানপাট। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য।

গত বুধবার (২২ মে) রাতে বালাঘাটার উজি হেডম্যানপাড়া থেকে অস্ত্রের মুখে চথোই মংকে অপরহরণ করে সন্ত্রাসীরা। তিনদিন পর গতকাল শনিবার রাজবিলার জর্ডান পাড়া থেকে উদ্ধার করা হয় সাবেক এই পৌর কাউন্সিলরের লাশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেএসএসের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Exit mobile version