Site icon Jamuna Television

রোগীর পেট থেকে বের করা হলো ছুরি চামচ স্ক্রু ডাইভার!

ভারতের এক রোগীর পেট থেকে কয়েকটি চামচ, স্ক্রু ড্রাইভার, টুথব্রাশ ও একটি ছুরি বের করেছেন চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে। সেখানে মান্ডির সুন্দরনগর এলাকার ৩৫ বছর বয়সী যুবকের পেট থেকে এসব বের করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ বিষয়ে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালের চিকিৎসক সুরাজ ভারদওয়াজ বলেন, মানসিক ভারসাম্যহীন ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। তিন দিন আগে ওই ব্যক্তি একটি ছুরি খেয়ে ফেলেছে এমনটিই জানান তার পরিবারের সদস্যরা।

এর পর এক্স-রে করে দেখা যায়, তার পেটে ছুরির ফলাটা উঁচু হয়ে আছে। যখন আমরা অপারেশন করলাম তখন সেখান থেকে ছুরি ছাড়াও ৮টি চামচ, দুটি স্ক্রুড্রাইভার, দুটি টুথব্রাশ ও একটি স্টিলের বার বের করা হয়।

Exit mobile version