Site icon Jamuna Television

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে রয়েছেন। গতকাল শনিবার (২৫ মে) জাপান পৌঁছেছেন তিনি। স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমান জাপানের মাটি স্পর্শ করে।

দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে তিনি এই সফর করছেন বলে জানা গেছে।

এদিকে টোকিওতে অবতরণ করার পরপরই ট্রাম্প জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যাঁদের মধ্যে টয়োটা, হোন্ডা ও নিশানের মতো বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছিলেন। আগামীকাল সোমবার বিশ্বের তৃতীয় অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।

তবে এই সফরে মূল গুরুত্ব আরোপ করা হবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং খেলাধূলোর উপর। মার্কিন প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের সঙ্গে গলফ খেলে, সুমো কুস্তি দেখে সময় কাটাবেন বলে জানা গেছে। এছাড়া ঘোষণা করার মতো কিছু বস্তুনিষ্ঠ বিষয় নিয়েও আলোচনা করা হবে, এমনটাই আভাস দিয়েছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।

Exit mobile version