Site icon Jamuna Television

মিস ওয়ার্ল্ডের সেমিফাইনালে বাদ পড়েছেন জেসিয়া

‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতার সেমিফাইনালে বাদ পড়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। ‘ফাইনাল ফোরটি’র সঙ্গে লড়ে শেষ পর্যন্ত বাদ পড়েছেন তিনি।

প্রতিযোগিতার সেরা পাঁচজন নির্বাচিত হয়েছেন, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামের সুন্দরীরা। মিস ওয়ার্ল্ডের ভেরিফাইড ফেসবুক পেজে এই পাঁচ সুন্দরীর ছবিও পোস্ট করা হয়েছে।

আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ।

উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী পুয়ের্টো রিকোর স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

জানা গেছে, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেসিয়া ইসলাম। আগামীকাল রোববার ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

Exit mobile version