Site icon Jamuna Television

পণ্যের দাম বেশি লিখে রাখায় প্রাণ-আরএফএল’র গ্রুপের ‘বেস্ট বাই’কে জরিমানা

পণ্যের নিদ্রিষ্ট মূল্যের লেভেল ওপর দাম বেশি লিখে রাখায়, প্রাণ-আরএফএল’র গ্রুপের সুপার শপ ‘বেস্ট বাই’কে জরিমানা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

দুপুরে রাজধানীর মনিপুরিপাড়া এলাকায় বেস্ট বাই’ এর সুপার শপে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার জানান, ‘বেষ্ট বাই’-এর শপে জগ, মগসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের মূল্য টেম্পারিং করা হয়েছে। প্রাণের মত বড় প্রতিষ্ঠানের এই অপরাধ প্রবণতায় ভোক্তারা ঠকছেন। তিনি বলেন, এ ধরণের দুর্নীতি প্রতিরোধে তাদের অভিযান চলবে।

Exit mobile version