Site icon Jamuna Television

জমি দখল নিতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে প্রশাসন

নারায়ণগঞ্জে জমি দখল করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়েছে প্রশাসন।

দুপুরে আলীগঞ্জ খেলার মাঠের জমি দখলে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ। এসময় তাদের বাধা দেয় ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি কর্মকর্তাদের আবাসন প্রকল্পের জন্য নির্ধারিত গণপূর্ত বিভাগের বেশ কিছু জায়গা খেলার মাঠ নামে দখল করে রেখেছে স্থানীয় লোকজন। তবে এলাকাবাসীর অভিযোগ, শত বছরের পুরনো আলীগঞ্জ মাঠ কৌশলে দখলের চেষ্টা করছে একটি প্রভাশালী পক্ষ। এই অপতৎপরতা যে কোন মূল্যে বন্ধ করার দাবি জানান তারা।

Exit mobile version