Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টির শংকা নিয়েই শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের নবম ওভারে শুরু হয় বৃষ্টি।

দক্ষিণ আফ্রিকার তখন ৮.২ ওভারে বিনা উইকেটে ৫৫ রান করে। বৃষ্টি শেষে ৪০ মিনিট পর ফের খেলা শুরু হয়। ৭ বল পর আবারও বৃষ্টি। আবারও বন্ধ খেলা। এর ৪৫ মিনিট পর আবারও খেলা শুরু হয়।

১২.৪ ওভারে দক্ষিণ আফ্রিকা কোনো উইকেট না হারিয়ে তুলে নেয় ৯৫ রান। খেলার এমন সময় আবারও বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা মাঠে গড়ানো যায়নি।

বারবার বৃষ্টি শুরু আর বন্ধের কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি রঞ্জন মাদুরগেল।

রোববার বিশ্বকাপের আরেক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে শুরুই করা যায়নি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ব্রিস্টলের কাউন্ডি গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় পায় হাশিম আমলাদের দক্ষিণ আফ্রিকা।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৩৮ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ২৫১ রানে অলআউট হয় শ্রীলংকা।

তবে বিশ্বকাপে রোববার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামে উইন্ডিজ। তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।

Exit mobile version