Site icon Jamuna Television

টঙ্গীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গুলিতে আহত ৩

গাজীপুর:

গাজীপুরের টঙ্গী পাগার এলাকা থেকে সেলিম ও আশিক নামের দুইজনকে অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত ৯টার দিকে তাদের গাড়িতে তুলে নেয়ার সময় সাহারা সুপার মার্কেট এলাকায় রাস্তার কিছু সংখ্যক লোক বাঁধা দেয়। এ সময় পুলিশ রাস্তা ফাঁকা করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এতে কয়েকজন আহত হয়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

টঙ্গী থানা পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে ঢাকার ডিবি পুলিশ টঙ্গীর পাগার এলাকা থেকে দুইজনকে অস্ত্রসহ আটক করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বাঁধা দিলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এসময় ২/৩ জন আহত হয়।

Exit mobile version