Site icon Jamuna Television

মৌলভীবাজারে নিজ বাসায় আইনজীবীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকায় নিজ বাড়ি থেকে আবিদা সুলতানা নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আবিদা দক্ষিণ কাঠাঁলতলী এলাকার মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আবিদা স্বামীর সাথে মৌলভীবাজার শহরে বসবাস করতেন। রোববার সন্ধ্যায় মৌলভীবাজার থেকে বড়লেখায় বাড়িতে ইফতারি নিয়ে আসেন। রাতে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে তাকে হত্যা করা হয়েছে। মাথায় এবং মুখে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবিদা সুলতানার সঙ্গে স্থানীয়দের জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Exit mobile version