Site icon Jamuna Television

ভারতের জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ৭

ভারতের জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ছয় বিচ্ছিন্নতাবাদী ও ভারতীয় বিমান বাহিনীর এক কমান্ডোসহ সাতজন নিহত হয়েছে। প্রাদেশিক রাজধানী শ্রীনগরের কাছে বান্দিপোরা জেলায় শনিবার রাতে হয় এ ঘটনা। এসময় আহত হয় আরও এক সেনা। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজিন গ্রামে তল্লাশি অভিযান চালায় যৌথ নিরাপত্তা বাহিনী। এসময় নিরাপত্তা বাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। নিহত বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে দাবি করেছে প্রশাসন। এদের মধ্যে একজন ২০১১ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী জাকিউর রেহমান লাখভি’র ভাগ্নে বলেও জানিয়েছে পুলিশ।

Exit mobile version