Site icon Jamuna Television

রোহিঙ্গা হত্যায় কারাদণ্ডপ্রাপ্ত সাত সেনার আগাম মুক্তি

রোহিঙ্গা হত্যার অপরাধে কারাদণ্ড পাওয়া ৭ সেনা সদস্যকে মুক্তি দিয়েছে মিয়ানমার। সোমবার, বার্তা সংস্থা রয়টার্স জানায় এ তথ্য।

রাখাইনে ব্যাপক নিপীড়ন চালালেও, মুসলিমদের হত্যার মাত্র একটি ঘটনায় সেনা সদস্যদের শাস্তি দেয়া হয়। ইনদিন গ্রামে রোহিঙ্গা মুসলিমদের হত্যার ছবি প্রকাশ করেছিলেন রয়টার্সের দুই সংবাদকর্মী। তার ওপর ভিত্তি করেই ১০ বছরের কারাদণ্ড শোনানো হয় সেনাদের। কিন্তু, মাত্র ৮ মাস সাজাভোগের পর গোপনে গেলো নভেম্বরে তারা মুক্তি পান। কর্তৃপক্ষের দাবি, সেনাপ্রধান কমিয়েছেন শাস্তির মেয়াদ। ২০১৮ সালের এপ্রিলে, রোহিঙ্গা হত্যাকাণ্ডের দায়ে চার শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং তিন জওয়ানকে চাকরিচ্যুত করে নেইপিদো। কিন্তু, গোপন রাখা হয় তাদের নাম-পরিচয়।

Exit mobile version