Site icon Jamuna Television

পুরনো মাংসে রং মিশিয়ে বিক্রি করায় ৩ জনকে কারাদণ্ড

নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববারে রাজধানীর নিউমার্কেট কাঁচা বাজারে অভিযান চালায় র‍্যাব এর ভ্রাম্যমাণ আদালত। মহিষের মাংসকে গরু এবং পুরনো মাংস ফ্রিজে রেখে রং মিশিয়ে বিক্রির অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

এদিক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালায় আদাবরের টোকিও স্কয়ারে। এতে নকল কসমেটিকস, মেয়াদোত্তীর্ন ওষুধ এবং বাসি খাবার বিক্রির দায়ে কয়েকটি দোকানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্দেশে নিম্নমানের ৫২টি পণ্য বাজার থেকে তুলে নেয়া হয়েছে কিনা তা দেখভালে অভিযান চালায় বিএসটিআই। আজিমপুর মিনা বাজার থেকে অনুমোদনহীন ৫ টি পন্য জব্দ করা হয়। মামলা করার কথা জানান বিএসটিআই কর্মকর্তারা।

পরে হাজারীবাগের কাঁচাবাজারে অভিযান চালিয়ে চিপস, সেমাই, মানহীন হলুদ মরিচের গুড়া এবং ভোজ্যতেল জব্দ করা হয়।

Exit mobile version