Site icon Jamuna Television

অপরিপক্ক আম পেড়ে জেলে যেতে হলো চাষীকে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

নিজ বাগানের কাঁচা আম পাড়তে গিয়ে জেলে জেলে যেতে হলো আমচাষী জয়নাল আবেদিনকে (৫৫)। তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে চারদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে। এ সময় দশ মণ কাঁচা আম্রপালী জাতের আম জব্দ করা হয়।

সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান, জয়নাল (৫৫) তার বাগান থেকে সোমবার সকালে বিপুল পরিমাণ অপরিপক্ক আম্রপালী জাতের আম পেড়ে তা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। এ খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে তাকে আবারও কাঁচা আম পাড়তে দেখেন।

তিনি জানান, আম্রপালি জতের আম আগামি ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছেন। পাশাপাশি কাঁচা আম বাজারজাত করে ক্রেতা সাধারনের সাথে প্রতারণা করেছেন। আমজাদ হোসেন জানান এসব অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরার এসি (ল্যান্ড) রনি আলম নুর জয়নালকে তিনদিনের বিনা শ্রম কারাদন্ড দেন। একই সাথে ২০০ টাকা জরমানা অনাদায়ে চার দিনের কারাদন্ড দেন।

Exit mobile version