অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত কিশোর ফুটবলার আরিফকে নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অপারেশনের ব্যায় বহন করতে এগিয়ে এসেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি।
গেলো বছর মক কাপ ফুটবলে দারুণ এক গোল করে সাড়া ফেলে দিয়েছিলেন আরিফ হোসেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে মিলেছিল ১ লাখ টাকার অর্থ পুরস্কারও। কিন্তু যশোরের এই কিশোর ফুটবলার এখন ঝরে পড়ার জ্বলন্ত এক উদাহরণ। লিগামেন্ট ইনজুরিতে পড়ে এখন আর ফুটবল খেলতে পারেন না আরিফ। চিকিৎসা করতে প্রয়োজন আড়াই লক্ষ টাকা।
২৬ তারিখ যমুনা টেলিভিশনে এমন প্রতিবেদন প্রকাশের পর নাম প্রকাশে অনিচ্ছেক ব্যাক্তি আরিফের অপারেশনের দায়িত্ব নেয়ার কথা বলেছেন।

