Site icon Jamuna Television

শিগগিরই লেবাননে ফিরছি: সাদ হারিরি

খুব শিগগিরই দেশে ফিরবেন লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি। শনিবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের সাথে বৈঠকে শেষে এ কথা জানান হারিরি নিজেই।  তিনি জানান দেশে ফিরে রাজধানী বৈরুতে স্বাধীনতা দিবসের আয়োজনে যোগ দেবেন তিনি। দেখা করবেন লেবানিজ প্রেসিডেন্ট মাইকেল অনের সাথে। নিজের পদত্যাগ কেন্দ্র করে সৃষ্ট ধোঁয়াশা পরিস্থিতি কাটাতে অবস্থানও স্পষ্ট করবেন হারিরি। আগামী বুধবার ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করবে লেবানন। সে হিসেবে ঘোষণা অনুযায়ী বুধবারের মধ্যেই দেশে ফেরার কথা হারিরির। গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Exit mobile version