Site icon Jamuna Television

আফগানিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত

আফগানিস্তানের পশ্চিমে তালেবান বাহিনীর রাস্তার ধারে পুতে রাখা বোমায় অন্তত ২০ আফগান সেনা নিহত হয়েছে। অন্যদিকে একইসময়ে উত্তর আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে বোমা হামলায় অন্তত ৪ পুলিশ নিহত হয়েছেন।

সোমবার আফগানিস্তানে এ হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ জানায় সৈন্যরা তাদের বেতন ভাতা গ্রহণ করে পশ্চিম আফগানিস্তানের ফারাহ প্রদেশে তাদের ক্যাম্পে ফেরত যাচ্ছিলেন। সৈন্যরা একটি কনভয় নিয়ে দেশটির বালা বুলুক জেলা দিয়ে যাওয়ার সময় এ হামলা চালানো হয় বলে জানান প্রাদেশিক পরিষদের সদস্য মাহমুদ নাহিমী।

তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

Exit mobile version