Site icon Jamuna Television

গুজরাটের আদলে সব রাজ্যকে গড়ে তুলতে চান মোদি

গুজরাটের আদলে একে একে ভারতের সব রাজ্যকে মডেল হিসেবে গড়ে তুলতে চায় বিজেপি সরকার। এ পরিকল্পনায় সবার আগে গুরুত্ব পাবে উত্তর প্রদেশ। এমন মন্তব্য করেছেন দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদি।

সোমবার নিজ আসন বারানসি সফরে যান তিনি। লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, নিজ আসনে তার প্রথম সফর এটি।

বিমানবন্দর থেকে সরাসরি ঐতিহাসিক বিশ্বনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধ্যান এবং আরাধনা শেষে যোগ দেন বিজেপির কর্মী সম্মেলনে।

এসময় নির্বাচন পরবর্তী নিজের পরিকল্পনা তুলে ধরেন মোদি। তিনি বলেন, গতবারের অসমাপ্ত কাজ শেষ করা তার প্রথম লক্ষ্য। উত্তর প্রদেশকে মডেল রাজ্য হিসেবেও গড়ে তোলার ঘোষণা দেন মোদি।

এর আগে নিজ রাজ্য গুজরাটে যান নরেন্দ্র মোদি। সাক্ষাৎ করেন মা ও পরিবারের সদস্যদের সাথে।

যমুনা অনলাইন/ইউএমএম

Exit mobile version