Site icon Jamuna Television

চমক দিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় পর্বে সেরেনা-জকোভিচ

নারী এককে ভিতালিয়া দিয়াচেনকোকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। আর পুরুষ এককে হাবার্ট হারকেজের বিপক্ষে সহজ জয়ে ২য় পর্বে পা রেখেছেন নোভাক জকোভিচ।

পোল্যান্ডের হাবার্ট হারকেজকে তিনি হারিয়েছেন ৩-০ সেটে। প্রথম সেট ৬-৪ গেইমে জিতে নেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। এরপর ২য় ও ৩য় সেট জিতে নেন ৬-২ গেইমে। দ্বিতীয় রাউন্ডে সুইস হেনরি লাকসোনেনের বিপক্ষে লড়বেন ক্যারিয়ারে ১৫টি গ্র্যান্ডস্লাম জেতা এই সার্বিয়ান।

পাশাপাশি এই আসরে শিরোপা জিতলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক মৌসুমে চারটি গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ জকোভিচের সামনে।

এদিকে নারী এককে ভিতালিয়া দিয়াচেনকোকে ২-১ সেটে হারিয়ে ২য় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম সেট ২-৬ গেইমে হারের পর দারুণভাবে ঘুরে দাড়ান সেরেনা। এরপর ২য় ও ৩য় সেটে তুলে নেন দাপুটে জয়।

ক্যারিয়ারে চতুর্থ ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিততে লড়ছেন ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামস। এর আগে ২০০২, ২০১৩ ও ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন তিনি।

যমুনা অনলাইন/ইউএমএম

Exit mobile version