Site icon Jamuna Television

জাপানে আততায়ীর ছুড়িকাঘাতে নিহত ২, আহত ১৬

জাপানে আততায়ীর ছুড়িকাঘাতে নিহত হয়েছে অন্তত ২ জন, এর মধ্যে একজন শিশু রয়েছে বলে নিশ্চিত করা গেছে। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৬ জন।

মঙ্গলবার জাপানের কাওয়াসাকিতে শিক্ষার্থীরা তাদের স্কুল বাসের জন্য অপেক্ষা করাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সেই আততায়ী নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যা করে। তবে এখন পর্যন্ত তার এই হামলার কোন উদ্দেশ্য বের করা যায়নি।

কাওয়াসাকির একজন ফয়ার সার্ভিস কর্মী জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে আটটার সময় একটি জরুরী কলের মাধ্যমে এ হামলার খবর পায় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, একজন লোক বাস স্টপেজে এসে লোকদের উপর এলোপাতাড়ি ছুড়ি চালাতে থাকে তারপর সে নিজেই নিজেকে ছুড়িকাঘাত করে। এসময় বাসস্টপে একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তার অদূরে একটি শিশুকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

Exit mobile version