Site icon Jamuna Television

ব্রাজিলের কারাগারে দাঙ্গায় ৪২ বন্দির প্রাণহানি

ব্রাজিলের উত্তরাঞ্চলে বিভিন্ন কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গা-সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ৪২ জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার আমাজন রাজ্যের কারাগারগুলোয় বন্দিদের মধ্যে হয় দাঙ্গা। ধারালো অস্ত্র আর শ্বাসরোধ করে চালানো হয় হত্যাকাণ্ড। কারাগারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই অপরাধী চক্রগুলোর মধ্যে দাঙ্গা বাঁধে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি সামলাতে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা হয়। মাত্র একদিন আগেই, রাজ্যের এনিসিও কারাগারে দাঙ্গায় প্রাণ হারায় ১৫ বন্দি। একই সময়ে চারটি কারাগারে সহিংসতার খবরে বিশেষ টাস্কফোর্স পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

অপরাধীদের কারাদণ্ড দেয়ার ক্ষেত্রে ব্রাজিল বিশ্বের তৃতীয়-বৃহত্তম দেশ। দেশটিতে বর্তমানে জেল খাটছেন ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

যমুনা অনলাইন/ইউএমএম

Exit mobile version