Site icon Jamuna Television

বাস কাউন্টারের পিছনে মিলল ৩ বস্তা কয়েন

রাজধানীর আবদুল্লাহপুরে বাস কাউন্টারের পিছন থেকে দুই টাকার কয়েনে ভর্তি তিনটি বস্তা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা জোন।

সোমবার নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় কয়েনগুলো উদ্ধার করা হয়। কে বা কারা কী উদ্দেশ্যে এসব কয়েন রেখে গেছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ডিএমপি উত্তর ট্রাফিক বিভাগ সূত্র জানায়, দুপুরে এক ব্যক্তি টিআই খন্দকার ইফতেখার হোসেনকে বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার তথ্য জানান।

তখন ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গে থাকা ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করেন। বস্তাগুলি আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সে রাখা হয়। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেয়া হয়।

Exit mobile version