Site icon Jamuna Television

এক মাসের মধ্যে শ্রীলঙ্কার জরুরি অবস্থা তুলে নেয়া হবে

শ্রীলঙ্কার জরুরি অবস্থা তুলে নেয়া হবে এক মাসের মধ্যে। সোমবার (২৭ মে) কলম্বোয় এক ঘোষণায় এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এই মুহূর্তে দেশের আইনশৃংখলা পরিস্থিতি ৯৯ ভাগই স্বাভাবিক বলে দাবি করেন তিনি। গত মাসে ইস্টার সানডের বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। এ ব্যাপারে প্রেসিডেন্ট বলেন, সংকট মোকাবেলায় যথাযথ দায়িত্ব পালন করেছে নিরাপত্তা বাহিনী।

শ্রীলঙ্কার মাত্র ছয় শতাংশ মানুষ ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী। দেশটির দুই নৃতাত্ত্বিক গোষ্ঠী তামিল ও সিংহলি উভয়ের মধ্যেই এই ধর্মাবলম্বীরা রয়েছেন। এক দশক আগে গৃহযুদ্ধ অবসানের পর দেশটিতে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা আর পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার পর দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। আইএস এর ওই হামলায় নিহত হয় ২৫৮ জন। আহত প্রায় ৫০০।

যমুনা অনলাইন/ইউএমএম

Exit mobile version