Site icon Jamuna Television

মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২৯ মে তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকবেন বলে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও পূর্বনির্ধারিত একটি কর্মসূচি থাকায় তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।
তবে সিনিয়র মন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এর পর ৩১ মে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Exit mobile version