Site icon Jamuna Television

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

এবার ফেসবুক স্টোরি হিসেবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের মধ্যেই ‘ফেসবুক স্টোরি’ যোগ করার অপশন থাকবে। তবে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ ইনস্টল থাকলে তবেই নতুন এ অপশন দেখা যাবে।

ফেসবুকে স্টোরি পোস্ট ছাড়াও এবার থেকে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের জন্য নিজের কিউআর কোড পাওয়া যাবে। ফলে নিজের নম্বর শেয়ার না করেও অন্য হোয়াটসঅ্যাপে অ্যাড করা যাবে। সোশ্যাল মিডিয়ায় কিউআর কোড শেয়ার করার পরে অপ্রয়োজনীয় রিকোয়েস্ট পেতে শুরু করলে মুহূর্তে এ কিউআর কোড বদলে নেয়া যাবে। এ ছাড়াও সম্প্রতি আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। আগে যে কোনো গ্রাহকের হোয়্যাটসঅ্যাপ প্রোফাইল ছবি নিজের ফোনে সেভ করে রাখা যেত। এছাড়াও শেয়ার বাটনে ক্লিক করে যে কোনো সোশ্যাল প্লাটফর্মে এ ছবি শেয়ার করা যেত। নতুন আপডেটের পরে আর এ কাজ করা যাবে না। তবে অ্যাপের মধ্যে অপশন না থাকলেও হোয়্যাটসঅ্যাপ গ্রাহকের প্রোফাইল ছবি খুলে স্ক্রিন শট নিয়ে এখনও নিজের ফোনে এ ছবি সেভ করে রাখা যাবে।

Exit mobile version