Site icon Jamuna Television

অনাস্থা ভোটে হেরে অপসারিত হলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

অনাস্থা ভোটে হেরে অপসারিত হলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ। সোমবার পার্লামেন্টে এক ভোটাভুটিতে আইনপ্রণেতাদের অনাস্থার পর সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

দুর্নীতি কেলেংকারি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ক্রুজ ও তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা।

সম্প্রতি কোয়ালিশন সরকারের অন্যতম শরিক ফ্রিডম পার্টির প্রধান ও সহকারী চ্যান্সেলর হেইঞ্জ স্টার্কের গোপন ভিডিও ফাঁসের পর বেকায়দায় পড়ে বর্তমান সরকার। জোটের মধ্যে ভাঙনের জেরে অনাস্থার মুখে পড়ে সরকার।

তবে খুব শীঘ্রই নতুন চ্যান্সেলর নিয়োগ করা হবে বলে জানান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভনডার।

Exit mobile version