Site icon Jamuna Television

২০ কোটি টাকা মূল্যের জাল ডলারসহ লাইবেরিয়ার নাগরিক আটক

গাজীপুরে মাস্টার বাড়ি এলাকা থেকে ২০ কোটি টাকার মূল্যের জাল ডলারসহ প্রতারণা চক্রের এক লাইবেরিয়ার নাগরিককে আটক করেছে র‌্যাব ১। এ সময় ওই নাগরিকের কাছে থাকা একটি ব্যাগ হতে প্রায় ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ওই লাইবেরিয়ার নাগরিক দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। এরই অংশ হিসেবে গতকাল তিনি মাস্টারবাড়ি এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে ৩৫ কোটি টাকা মূল্যের ডলার দেওয়ার কথা বলে এবং গতকাল চার হাজার ডলার দিয়ে যায়। আজকে বাকি ডলার দেওয়ার জন্য ঐ নাগরিক মাস্টারবাড়ি এলাকায় আসেন ।

এ সময় র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই নাগরিককে আটক করে এবং তার কাছে থাকা জাল ডলার জব্দ করেন।

Exit mobile version