Site icon Jamuna Television

হিন্দু ধর্ম না মানায় ৯ পুরুষ ও ৭ মহিলার মাথা ন্যাড়া করে দিল দুর্বৃত্তরা

হিন্দু ধর্মের রীতিনীতি না মানায় ৯ জন পুরুষ ও ৭ জন মহিলার মাথা ন্যাড়া ও নখ কেটে দেয়ার অভিযোগ এসেছে। গত ২৩ মে এমন ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খন্ডে।

এরপর এ ঘটনা জানাজানি হলে পুলিশ ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটককৃতদের মধ্যে গ্রাম প্রধানও আছেন। খবর এনডিটিভির

জানা যায়, গ্রামের এক বাসিন্দার মৃত্যুর পর গ্রামের সবাই তাদের চুল কেটে ফেলেন কিন্তু আক্রান্ত হওয়া ওই নারী পুরুষরা তা মানতে অস্বীকার করায় তাদের উপর হামলা করা হয় এবং জোড় করে মাথা ন্যাড়া ও নখ কেটে দেয়া হয়।

তবে গ্রামবাসীর দাবি, ঐ নারী ও পুরুষরা কালো যাদু চর্চা করতেন তাই হিন্দু ধর্ম মানতেন না। ফলে তাদের সাথে এমন আচরণ করা হয়।

তবে খোজ নিয়ে জানা যায়, আক্রান্ত নারী পুরুষরা গুরু-মা এর উপাসনা করতেন। তারা কখনো মন্দিরেও যেতেন না। ফলে এদের অপবিত্র মনে করে গ্রামের সবাই বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তাদের মাথা ন্যাড়া করে দেয়।

Exit mobile version