Site icon Jamuna Television

গুলশান ডিএনসিসি মার্কেটে ভেজাল বিরোধী অভিযান, জরিমানা

রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের কারণে ৫টি দোকানে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে ৩টি কসমেটিকসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশ কিছু কসমেটিকসের পণ্যে আমদানিকারকের ট্যাগ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে, মার্কেটের একটি রেস্তোরায় অসাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করার অভিযোগে ১০ হাজার টাকা ও বনফুল বেকারিতে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা ভধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Exit mobile version