Site icon Jamuna Television

প্রাণসহ মানহীন ৫২টি পণ্য এখনও বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারে

প্রাণসহ নিষিদ্ধ ঘোষিত মানহীন ৫২টি পণ্য এখনও বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারে।

আদালতের নির্দেশনা সত্ত্বেও বাজার থেকে এসব পণ্য তুলে নেয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। দুপুরে নগরীর চট্টেশ্বরী মোড়ে সিটি সেন্টারে অভিযান চালিয়ে এর বেশ কিছু পণ্য জব্দ করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুপার শপে বাঘাবাড়ির ঘি, এসিআই সল্ট এবং ওয়েল লাচ্ছা-সেমাই পাওয়া যায়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রাণ জুস, সেমাই এবং বিদেশী সস জব্দ করা হয়। পরে এর মালিককে বিশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় জব্দকৃত পণ্য।

Exit mobile version