Site icon Jamuna Television

পটুয়াখালীতে ৪২০ কেজি সরকারি চালসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

পটুয়াখালীর জৈনকা‌ঠি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় থে‌কে ১৪ বস্তা সরকারি চালসহ আওয়ামী লীগ নেতা জ‌সিম উ‌দ্দিন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। এব্যাপা‌রে জৈনকা‌ঠি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান বাদী হ‌য়ে সদর থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

আসামি জ‌সিম উ‌দ্দিন কে আদাল‌তের মাধ্য‌মে জেলহাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আজ সকা‌লে শহর সংলগ্ন জৈনকা‌ঠি ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘ‌টে।

গ্রেপ্তারকৃত জ‌সিম উ‌দ্দিন জৈনকা‌ঠি ইউ‌নিয়‌নের ১নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি এবং ওই স্কু‌লের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি।

সদর থানার ও‌সি মোস্তা‌ফিজুর রহমান জানান, ইউ‌নিয়ন চেয়ারম্যান মোঃ ফি‌রোজ আলম গতকাল সোমবার ওইস্ক‌ু‌লের নী‌চের এক‌টি কক্ষে ভি‌জিএফ কার্ডধারী‌দের বিতরণের জন্য বরাদ্দকৃত চাল ‌রে‌খে দি‌য়ে তালা মে‌রে স্কু‌লের দা‌ড়োয়ানের কা‌ছে চাবি রে‌খে আ‌সে। আজ সকা‌লে তালা খু‌লে দে‌খে সেখা‌নে ১৪ বস্তা চাল কম আ‌ছে। প‌রে দা‌ড়োয়ান ইউসুফ হাওলাদার‌কে জিঙ্গাসা কর‌লে সে জানায় রা‌তে তার কাছ থে‌কে স্কুল ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি জ‌সিম চাবি রে‌খে দি‌য়ে‌ছিল।

এদি‌কে স্থানীয় লোকজন স্কু‌লের দোতলার এক‌টি ক‌ক্ষে ১৪বস্তা চাল দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই চাল উদ্ধার ক‌রে এবং জ‌সিম‌কে গ্রেপ্তার ক‌রে চালসহ তা‌কে থানায় নি‌য়ে আসা হয়।

ও‌সি জানান, পু‌রো ঘটনা জ‌সিম স্বীকার ক‌রে‌ছে এবং এ ঘটনায় চেয়ারম্যান বাদী থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন জ‌সিম‌কে আসামি ক‌রে। তি‌নি জানান, প্র‌তি‌টি বস্তায় ত্রিশ কে‌জি চাল র‌য়ে‌ছে।

Exit mobile version