Site icon Jamuna Television

কোপা আমেরিকায় ব্রাজিলের নেতৃত্ব দানি আলভেজের কাঁধে

আগামী মাসে ব্রাজিলে বসবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা-২০১৯। এর আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্বাগতিক দেশ। নেইমারকে সরিয়ে দানি আলভেজের কাঁধে নেতৃত্ব তুলে দিয়েছেন সেলেকাওরা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমার নয়, কোপায় দলের অধিনায়ক আলভেজ। শতবর্ষী এ টুর্নামেন্টে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে তার হাতে। সাবেক চ্যাম্পিয়নদের নেতার ভূমিকা পালন করবেন এ অভিজ্ঞ ডিফেন্ডার।

২০১৮ সালের সেপ্টেম্বরে নেইমারকে ব্রাজিলের অধিনায়ক করেন কোচ তিতে। তার চাওয়াতে আবার তাকে সরিয়ে দেয়া হলো। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমারের সঙ্গে যোগাযোগ করেই এ সিদ্ধান্ত নেন তিতে।

নেইমার এখন পিএসজির হয়ে তিন ম্যাচের নিষেজ্ঞায় আছেন। ফ্রেঞ্চ কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের এক সমর্থকের মারধরের কারণে তাকে নিষিদ্ধ করা হয়।

আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। স্বাগতিক ও বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আসরের। ৭ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

তথ্যসূত্র: বিবিসি

Exit mobile version