Site icon Jamuna Television

জবি’র নতুন প্রক্টর মোস্তফা কামাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল। আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ ২৫-০৭-২০১৯ তারিখে মেয়াদ শেষ করার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড মোস্তফা কামালকে দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

প্রক্টর হিসেবে মোস্তফা কামাল ২৬-০৬-১৯ তারিখ থেকে তার কার্যক্রম শুরু করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিদাধি প্রাপ্য হবেন।

Exit mobile version