Site icon Jamuna Television

শিরোপার লড়াইয়ে নামছে চেলসি-আর্সেনাল

ইউরোপা লীগের ফাইনাল যজ্ঞ দেখতে প্রস্তুত গোটা ফুটবল দুনিয়া। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ রাতে। প্রথম শিরোপার খোঁজে ফাইনালে চেলসির মুখোমুখি হবে আর্সেনাল। পুরো ফুটবলবিশ্ব ব্যস্ত চেলসি ও আর্সেনালের মধ্যকার ইউরোপা লীগের এই ফাইনাল ঘিরে।

আজারবাইজানের বাকুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়।

২০১৩ সালের পর দ্বিতীয় শিরোপা ঘরের তোলার হাতছানি এখন চেলসির সামনে। আর প্রথম শিরোপার জয়ের সুযোগ আর্সেনালের।

২০০০ সালে একমাত্র ফাইনাল খেলা গানাররা সেবার রানার্স আপ হয়। তবে এই ম্যাচে ছাড় দিতে রাজি নয় কোন দল। হেনরিখ মাখতারিয়ানের জন্য এই শিরোপা জিততে চায় আর্সেনাল। এদিকে চেলসির হয়ে শিরোপা জিততে চান এডেন হ্যাজার্ড। গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সম্ভাবনা থাকায় চেলসিকে বিয়াদী উপহার ইউরোপা লিগ শিরোপা দিতে মুখিয়ে তার দল।

এখন পর্যন্ত দু দলের মুখোমুখি ১৭৭ লড়াইয়ে চেলসির ৫৮ জয়। বিপরিতে ৬৮ জয় আর্সেনালের। ড্র হয় ৫১ ম্যাচ।

এই ম্যাচের ঠিক দু’দিন পরই আরেক কাঙ্খিত ফুটবল যুদ্ধ অনুষ্ঠিত হবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে আরও দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও টটেনহ্যাম। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই ফাইনালটি হবে ১ জুন মধ্যরাতে।

Exit mobile version