Site icon Jamuna Television

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস আজ

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে আন্তজার্তিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে বিএএফ ঘাঁটি বাশার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর ফেস্টুন ও কবুতর উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিজ মিয়া সেপ্পো। এছাড়া সমাবেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পিস কিপার্স ডে’র সমাবেশে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সদস্যরাও।

Exit mobile version