Site icon Jamuna Television

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ দুপুরে গাবতলী বাস টার্মিনালে ট্রাফিক সচেতনতা প্রোগ্রামে তিনি একথা জানান।

এসময় ডিএমপি কমিশনার আরো বলেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস ছাড়া কোন গাড়িকে টার্মিনাল থেকে বের হতে দেয়া হবে না। দূরপাল্লার যেসব গাড়ি ছেড়ে যাবে সেগুলো তল্লাশি করে ছাড়া হবে বলেও জানান তিনি।

এদিকে, ঈদ উপলক্ষে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সেক্ষেত্রে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকের পুলিশও। এছাড়া রাজধানীজুড়ে বসানো হয়েছে হাজার হাজার সিসি ক্যামেরা।

Exit mobile version