Site icon Jamuna Television

স্কুলছাত্রী ধর্ষণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিকাদে ও ধর্ষণকারীর কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার সকালে নগরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এলাকাবাসি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখতে গিয়ে ভিকটিমের মা কান্নায় ভেঙ্গে পড়েন। তার বাবা ও ধর্ষণকারী নরপশুর কঠোর বিচার দাবি করেন।

ভিকটিমের স্বজনরা জানায়, নগরের সালনা এলাকার সালনা ল্যাবরেটরি স্কুলের ৭ম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে গত বছরের ১২ অক্টোবর শিক্ষক সোহেল রানা সরকার মেয়েটিকে ধর্ষণ করে। এরপর ঘটনা না প্রকাশ করার জন্য খুন ও জখমের ভয়ভীতি দেখিয়ে স্কুল ছাত্রীকে বের করে দেয়া হয়। ভয়ে মেয়েটি ঘটনাটি এতদিন তার পরিবারের কাছে প্রকাশ করেননি। পরে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে ১৯ এপ্রিল তাকে একটি হাসপাতালে নেয় ভিকটিমের পরিবার। সেখানে চিকিৎসকরা জানান, ভিকটিম ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ভিকটিমের পরিবার সোহেল রানাকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০ মে সদর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সোহেল রানাকে গ্রেপ্তার করে।

Exit mobile version