Site icon Jamuna Television

যেসব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

প্রস্তুতি পর্ব শেষ, আয়োজনও সারা। এখন মাঠে নামার পালা। মাত্র কয়েক ঘণ্টা বাকি ক্রিকেট বিশ্বকাপের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতে পর্দা উঠছে ২০১৯ আসরের।

সাধারণত বিখ্যাত স্টেডিয়ামে হয় সব বড় ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। তবে ঐতিহ্য ভেঙে এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। ভেন্যুর বাইরে হবে ‘ওপেনিং পার্টি’। ব্রিটেনের রানির বাসভবন বাকিংহ্যাম প্যালেসের সামনে ‘দ্য মলে’ এর আয়োজন করা হয়েছে।

তবে অনুষ্ঠানটি স্বচক্ষে বেশি দর্শক উপভোগ করতে পারবেন না। সৌভাগ্যবানরাই কেবল সেখানে প্রবেশের সুযোগ পাচ্ছেন। আইসিসি ফ্রি টিকিটে বিশ্বের চার হাজার ক্রিকেটপ্রেমী উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আর যারা টিকিট পাননি, তাদেরও মন খারাপ করার কিছু নেই। টিভি পর্দায় সরাসরি দেখার সুযোগ থাকছে।

বিশ্বের কোটি ক্রিকেট রোমান্টিকরা টিভিতে দেখতে পাবেন জাঁকালো এ অনুষ্ঠান। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এ ছাড়া বাংলাদেশে জিটিভি, মাঝরাঙা টিভি ও বিটিভি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে ১১টা পর্যন্ত। নান্দনিক এ আয়োজনে থাকছে ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন প্রদর্শনী। নাচ-গানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী ১০ দলের ক্রিকেটাররা। এর আগে ব্রিটেনের মহারানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর ঘিরে সেজেছে ব্রিটেনের ১০ শহর। সুদূর দক্ষিণ সাগরের দ্বীপপুঞ্জে টুর্নামেন্ট হলেও ক্রিকেট উৎসবে মাতবে সারাবিশ্ব। মাঠে বসে ও টেলিভিশনের পর্দার সামনে বসে প্রায় ২০০ কোটি মানুষ দেখবেন এ ক্রিকেট মহাযজ্ঞ। বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের।

Exit mobile version