Site icon Jamuna Television

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

গাজীপুরের টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, তারা ডাকাত দলের সদস্য।

র‍্যাব-১ এর সিও সারওয়ার বিন কাশেম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে একটি টিম গতকাল মধ্যরাতে টঙ্গী ব্রিজ এলাকায় যায়। এসময় তারা দেখতে পায় প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা করছে একদল ডাকাত। টহল টিম ধাওয়া করলে ডাকাত দল গুলি ছোঁড়ে। র‍্যাব পাল্টা জবাব দিলে মারা যায় দুই ডাকাত। তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ডাকাতির মালামাল ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। গোলাগুলির সময় আহত র‍্যাবের তিন সদস্য সিএমএইচে ভর্তি।

Exit mobile version