Site icon Jamuna Television

মোদির শপথে যোগ দিতে দিল্লিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ

টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদি। দিল্লির রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। অংশ নেবেন প্রায় আট হাজার অতিথি।

বিরোধী দলীয় নেতা সোনিয়া-রাহুল গান্ধিসহ যোগ দেবেন দেশ-বিদেশের কয়েকশ’ রাজনীতিবিদ-কূটনীতিক, রাজ্য মুখ্যমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তারকারা।

অংশ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

এ যাবৎকালে রাষ্ট্রপতি ভবনের সবচেয়ে বড় ও জমকালো অনুষ্ঠান হতে চলেছে এটি। ২০১৪ সালে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন পাঁচ হাজার অতিথি।

এদিকে যোগ দেয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পাল্টেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, নির্বাচনী সহিংসতায় পশ্চিমবঙ্গে ৫৪ জন নিহতের গুজব এবং তাদের পরিবারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো বিজেপি’র রাজনৈতিক অপকৌশল।

Exit mobile version