Site icon Jamuna Television

আশুগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে।

পুলিশ জানায়, গতকাল গভীর রাতে উপজেলার দুর্গাপুরে প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে ১২-১৫ জন ডাকাত পরিবারকে জিম্মি করে এবং মালামাল লুটপাটের চেষ্টা করে। ডাকাতের হামলায় বাড়ির তিনজন সদস্য গুরুতর আহত হয়। বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। দুইজন গুরুতর আহত হয়। বাকী ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Exit mobile version